সরকারের মদদেই নয়াপল্টন কার্যালয়ে হামলা : রিজভী

Rizvi_pressনিজস্ব প্রতিবেদকঃ  সরকারের প্রত্যক্ষ মদদে গভীর নিল নকশার অংশ হিসেবে টোকাই ও উচ্ছিষ্টদের নিয়ে গঠিত প্রকৃত বিএনপি নামের রাজনৈতিক দল দিয়ে বিএনপি অফিসে হামলা করানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। রিজভী আহমেদ অভিযোগ করেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় শাসকদল জড়িত। শনিবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

হঠাৎ করে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনাকে উস্কানিমূলক দাবি করে তিনি বলেন, এসব ঘটনায় শাসকদল জড়িত। পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতির কারণে জনতার ধিক্কার ও ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে।
তিনি প্রশ্নের সুরে বলেন, ‘প্রকৃত বিএনপি’ নামে নাকি আবার কোন রাজনৈতিক দল আছে।

তিনি এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, টোকাইদের নিয়ে গঠিত ওই রাজনৈতিক দলের আকস্মিক হামলায় বিএনপির ১৪/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনা তদন্ত দাবি করে দায়ীদের শাস্তির দাবি করেন রিজভী।

তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। এই টোকাইদের নিয়ে গঠিত দল দিয়ে বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলকে মুছে ফেলা যাবে না বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email