এরশাদ সঙ্কটাপন্ন

নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকালে (২৬ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এইচ এম এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে এরশাদের অবস্থার অবনতির কথা জানান।

জি এম কাদের সেখানে বলেন, খোদা না করুক, তার কিছু হয়ে গেলে কী হবে? এরশাদের নির্দেশিত পথে, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি চলবে।

সুনীল শুভ রায় গণমাধ্যমকে আরও জানান, ‘পার্টির চেয়ারম্যান সিএমএইচে ভর্তি হয়ে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। শরীর খারাপই বলা যেতে পারে। তার বয়স হয়েছে, এখন তো ৯২ বছর চলছে।’

জাপার প্রেসিডিয়ামের এই সদস্য আরও জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। তাকে আপাতত দেশের বাইরে নেওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ মাসখানেক আগেও সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন।

Print Friendly, PDF & Email