বাংলাদেশ তো নয়ই, কোন দেশে এমন নজীর নেই : খন্দকার মাহবুব

আদালত প্রতিবেদক |

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ ওই আদেশের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার মাহবুব।

তিনি বলেন, এটা নজিরবিহীন। বাংলাদেশ তো নয়ই; পাশ্ববর্তী কোনও দেশেও এ ধরনের ঘটনা ঘটেনি। বিএনপির চেয়ারপারসন পঙ্গু অবস্থায় আছেন। তার উন্নত চিকিৎসা দরকার।

খন্দকার মাহবুব বলেন, এখন সিনিয়র আইনজীবীদের নিয়ে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Print Friendly, PDF & Email