কমিউনিষ্ট পার্টির নেতা রনো করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।

প্রবীণ রাজনীতিবিদ ও মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত চার দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার করোনা পরীক্ষার ফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সোমবার গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হায়দার আকবর খান রনো চার দিন ধরে জ্বরে ভুগছেন। আজ করোনা পরীক্ষার ফলে তিনি আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।

মঞ্জুর মইন বলেন, সকাল থেকে তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। তিনি আগে থেকেই সিওপিডিতে ভুগছেন। সুস্থ অবস্থাতেই তাকে অক্সিজেন সহায়তা নিতে হয়।

হায়দার আকবর খান রনোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলে তিনি জানান।

হায়দার আকবর খান রনো বাংলাদেশের মধ্য বামপন্থী নেতা এবং কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য। তিনি একাধারে তাত্ত্বিক, বুদ্ধিজীবী ও বহু গ্রন্থের লেখক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত হন। তিনি ছিলেন পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের রণাঙ্গনের সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

ডিএন/পিএন/জেএএ

Print Friendly, PDF & Email