ভারতের হিন্দুত্ববাদী জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন : ডাঃ ইরান

ভারত ধর্মনিরেপক্ষতার আড়ালে হিংস্র জঙ্গিবাদী আচরন করছে দাবী করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন জ্যামিতিক হারে বাড়ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মুসলমানদের ধর্ম পালনে বাধা প্রদান করা হচ্ছে। ঐতিয্যবাহী বাবরী মসজিদকে ভেঙ্গে রামমন্দির নির্মান করা হয়েছে। কোরবানীসহ মুসলমানদের গরুর গোশত খাওয়ায় মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। ভারত ধর্মনিরক্ষেতার মোড়কে আর্ন্তজাতিক সকল রীতিনীতি ও আইনকে উপেক্ষা করে মুসলিম নিধন অভিযান চালাচ্ছে দাবী করে তিনি বলেন, বাবরী মসজিদের স্থানে রামমন্দির নির্মানের পরিনাম হবে ভয়াবহ।

আজ (বৃহস্পতিবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত বিবৃতিতে তিনি একথা বলেন।

জাতিসংঘ ওআইসি মুসলিম রাষ্ট্রসহ আর্ন্তজাতিক সংস্থাকে উদ্দেশ্য করে ডাঃ ইরান বলেন, ভারতের হিন্দুত্ববাদী জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাইনা। গুজরাট মুসলিম গণহত্যার রক্তপিপাসু নায়ক জঙ্গি মোদি ক্ষমতাশীন হওয়ার পরে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হত্যা নির্যাতন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসর্ম্পক নেই দাবী করে ডাঃ ইরান বলেন, দাদাগীরি মনোভাব ও আগ্রাসী মনোভাবের কারনে ভারতের সাথে বাংলাদেশ, চীন, নেপাল, পাকিস্থান, ভুটান কারো সাথেই সুসর্স্পক নেই। বাংলাদেশের জনগন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এভাবে ভারত প্রতিবেশীদের সাথে বিরুপ আচারন করতে থাকলে পরিনাম ভালো হবে না।

-খবর প্রেস বিজ্ঞপ্তির

Print Friendly, PDF & Email