গ্রেনেড হামলা দেশি-বিদেশি ও আওয়ামী ষড়যন্ত্রের ফল: রিজভী

নিজস্ব প্রতিবেদক।

একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হামলাকে ‘তৎকালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগ পরিকল্পিত ঘটনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করে ক্ষমতায় আসতে বড় ধরনের দেশি-বিদেশি ও আওয়ামী চক্রান্ত-ষড়যন্ত্রের ফল হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া ও মিলাদ মাহফিলে রিজভী এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং সদ্য প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী মৎসজীবী দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার গণভবনে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে আমি খালেদা জিয়া ও তারেক রহমানের টার্গেটে ছিলাম।’

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘বারবার এই হামলার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছেন- তাকে মেরে ফেলার টার্গেটেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল।’

‘কিন্তু তিনি টার্গেটে থাকলে এলোপাতাড়ি গ্রেনেড ফুটলো কেন? তাহলে তো একেবারে ওনাকে প্রধান ব্যক্তিকে টার্গেট করেই গ্রেনেড হামলা হতো। উনি টার্গেটে থাকলে হামলার সময় সেদিন নির্বিঘ্নে গাড়িতে উঠে গেলেন কীভাবে’ প্রশ্ন তোলেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, ‘গ্রেনেড হামলার পরিকল্পনা ছিল তৎকালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে-বলে-কৌশলে ক্ষমতায় এসে বিএনপি নেতৃবৃন্দকে বিপর্যস্ত করে অভিযুক্ত করা।’

তিনি বলেন, ‘বড় ধরনের দেশি-বিদেশি ও আওয়ামী চক্রান্ত-ষড়যন্ত্রের ফল হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং তার পরে এ সকল বিচারের প্রক্রিয়া। সবাই দেখছে, কেমন বিচার প্রক্রিয়া চলছে।’

রিজভী বলেন, ‘একুশে আগস্ট বোমা হামলা নিয়ে মিথ্যাচার অল্পস্বল্প নয়। সরকার দলীয় নেতাকর্মীরা কোরাস গাইছেন। গানের মধ্যে যেমন কোরার গায়, সেভাবে কোরাস গাইছেন; প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য এমপি-মন্ত্রীরা।’

ওয়ান-ইলেভেনের সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আন্দোলনের ফসল ১/১১ সরকার কিন্তু একুশে আগস্টের বোমা হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসায়নি।’

ডিএন/পিএন/জেএএ/৫২৩পিএম/২২৮২০২০২৪

Print Friendly, PDF & Email