একঘন্টাও টিকলোনা বাংলাদেশ

গোলাপী টেস্টে ইনিংস ও ৪৬ রানে লজ্জার হার

রবিবার কতক্ষণ চলবে খেলা? বাংলাদেশের শেষ চার উইকেট পড়তে কতক্ষণ সময় লাগবে? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু বাংলাদেশের লড়াই এক ঘণ্টাও স্থায়ী হল না। ৪৫ মিনিটের মধ্যেই গোলাপি বলের টেস্ট ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। দুই টেস্টের সিরিজ ২-০ ফলে পকেটে পুরল বিরাট কোহালির দল। টানা সপ্তম টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে টানা চার টেস্ট ইনিংসে জেতার রেকর্ডও করলেন কোহালিরা।

দিনের দশম বলেই ফিরেছিলেন এবাদত হোসেন। উমেশ যাদবের ঠুকে দেওয়া ডেলিভারিতে স্লিপে বিরাট কোহালিকে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। টিকেছিলেন মোটে চার বল। এবাদত ফেরায় ব্যাট করতে আসা আল-আমিন হোসেন আবার তৃতীয় বলেই খেয়েছিলেন হেলমেটে। ছুটে এসেছিলেন ফিজিয়ো। বাংলাদেশ ভরসা রেখেছিল মুশফিকুর রহিমের উপর। তিনি আক্রমণাত্মক মেজাজে খেলছিলেনও। কিন্তু উমেশ যাদবকে কভারের উপর দিয়ে মারতে গিয়ে লোপ্পা ক্যাচ দিলেন রবীন্দ্র জাডেজাকে। ৭৪ রানে ফিরেছিলেন মুশফিকুর। ১৮৪ রানে পড়েছিল বাংলাদেশের অষ্টম উইকেট। উমেশ যাদব পরের ওভারেই ফেরালেন আল-আমিন হোসেনকে। ২১ রানে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিলেন তিনি। মাহমুদুল্লা ব্যাট করতে আসেননি। ফলে, নবম উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই শেষ হল বাংলাদেশের প্রতিরোধ। পাঁচ উইকেট নিলেন উমেশ।

Print Friendly, PDF & Email