আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ওয়েস্ট হ্যামের কাছে চেলসির হার
দেশনিউজ ডেস্ক।
টানা তিন জয়ের পর হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে রুখে দিয়েছে অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। বেশ ছন্দে থাকা চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ৩-২ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে।
আগেই শিরোপা হাতছাড়া হলেও তিন নম্বরে ওঠার সুযোগ ছিল চেলসির। কিন্তু এই হারে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
উইলিয়ানের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন তমাস সুসেক। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশেল আন্তোনিওর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে উইলিয়ানের গোলে সমতা ফেরায় চেলসি। কিন্তু শেষ রক্ষা হয়নি; শেষ দিকে আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।
ম্যাচের ৩৪তম মিনিটে চেলসির জালে বল পাঠান সুসেক। তবে দলটির ফরোয়ার্ড মিশেল আন্তোনিও সামনে অফসাইডে থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।
৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের সফল স্পট কিকে এগিয়ে যায় চেলসি। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চেক রিপাবলিকের মিডফিল্ডার সুসেক হেডে সমতা টানেন।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ওয়েস্ট হ্যাম। ডান কি থেকে জেরড বোয়েনের ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে ঠিকানা খুঁজে নেন আন্তোনিও।
৭২তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো ফ্রি-কিকে স্কোরলাইন ২-২ করেন উইলিয়ান। জমে ওঠে লড়াই।
৮৯তম মিনিটে চেলসির সব আশা শেষ করে দেন বদলি নামা ইয়ারমোলেঙ্কো। পাল্টা আক্রমণে নিচু শটে গোলটি করেন এই রুশ ফরোয়ার্ড।
অসাধারণ এই জয়ে ওয়েস্ট হ্যামের লিগে টিকে থাকার আশা জোরালো হলো। এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে ওঠা দলটির পয়েন্ট ৩০।
সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা লিভারপুলের পয়েন্ট ৩১ ম্যাচে ৮৬। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
ডিএন/এফএন/জেএএ