আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়
দেশনিউজ ডেস্ক।
শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কৃতিত্বেই সাউদাম্পটন টেস্ট জিতেছে ৪ উইকেটে। ম্যাচ জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দাঁড়ায় মাত্র ২০০ রানের। কিন্তু সকালের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। দলকে সেই বিপদ থেকে উদ্ধার করে জয়ের পথ দেখান মিডলঅর্ডার ব্যাটসম্যান জেরেমি ব্ল্যাকউড। ৯৫ রান করে দলের জয়ে সেরা ভূমিকাটা রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি মিস করলেও তার দল যে ততক্ষণে পৌঁছে গেছে একেবারে জয়ের বন্দরে। ওয়েস্ট ইন্ডিজ তখন জয় থেকে মাত্র ১১ রান দূরে। জয়ের সেই আনুষ্ঠানিকতা পুরো করেন জ্যাসন হোল্ডার ও জন ক্যাম্পবেল।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্যাম্পবেল সকালের শুরুতেই পায়ে চোট নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। দলের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্ল্যাকউড আউট হলে ফের মাঠে নামেন ক্যাম্পবেল। ফিরেন জয় সঙ্গে নিয়ে।
করোনাকালে মাঠে ফেরা টেস্ট ক্রিকেটকে ওয়েস্ট ইন্ডিজ জয় দিয়েই স্মরণীয় করে রাখল।
টেস্ট অধিনায়ক হিসেবে হার দিয়ে শুরু হলো বেন স্টোকসের।
মিডলঅর্ডারে রোস্টন চেজ এবং উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডারউইচ তাকে কিছুটা সহযোগিতা করেন। রোস্টন চেজের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ব্ল্যাকউড যোগ করেন ৭৩ রান। ৩৭ রান যোগ করে রোস্টন চেজ দিনের দ্বিতীয় সেশনের শেষভাগে ফিরে গেলে ব্ল্যাকউড আরো দায়িত্ব নিয়ে ব্যাট করেন। ডারউইচের সঙ্গে ব্ল্যাকউড পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৬৮ রান। এই দুই উইকেটই শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জয়ের আনন্দ বয়ে আনে।
দিনের শেষ সেশনে ডারউইচ ৩৭ বলে ২০ রান করে স্টোকসের বলে ফিরে গেলে ব্ল্যাকউডের সঙ্গে যোগ দেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে ব্ল্যাকউড কিছুটা ধৈর্য্য হারিয়ে বসেন। স্টোকসকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ভুল বলটা বেছে নিলেন। কাভারে লাফিয়ে উঠে ক্যাচটি নেন জেমস অ্যান্ডারসন। ব্ল্যাকউডের সেঞ্চুরি থামাতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের জয় আটকাতে পারেনি ইংল্যান্ড।
তিন টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ তে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই, ম্যানচেস্টারে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০৪ ও ৩১৩।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১৮ ও ২০০/৬।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ডিএন/সিএন/জেএএ/১০:৩৭এএম/১২৭২০২০৭