শিরোনাম :

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

করোনায় মৃত্যু ও সংক্রমণ হার কমছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনাভাইরাস মহামারী পরিস্থিতি অনেকটাই ভালো দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্য দেশের মতো তাঁবু টানিয়ে চিকিৎসা দিতে হয়নি।

সোমবার দুপুরে সচিবালয়ে তাইওয়ানের দেওয়া কভিড স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেকাংশে কমছে। সংক্রমণও কমছে। সুস্থতার হার বাড়ছে। তবে আমাদের সংক্রমণ কমাতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

‘ভারতের সঙ্গে তুলনা করতে পারেন। ইউরোপের অনেক দেশে তো ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে সব দিক থেকে শক্তিশালী যুক্তরাষ্ট্রেও লাখ লাখ মানুষ সংক্রমিত হয়েছে’

তিনি বলেন, অনেক কভিড হাসপাতাল খালি থাকছে, এই মাসের মধ্যে কিছু কভিড হাসপাতাল, নন কভিড করা হবে।

জাহিদ মালেক বলেন, করোনা শনাক্তে র‍্যাপিড টেস্ট এই মুহূর্তে সরকার ব্যবহার করবে না। তবে অ্যান্টিজেন সীমিত আকারে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন বাজারে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে। যে ভ্যাকসিনটি দ্রুত পাওয়া যাবে এবং সাশ্রয়ী হবে, সেটাই আগে পাওয়ার চেষ্টা করা হবে।

ডিএন/এইচএন/জেএএ/৪:১৭পিএম/২৪৮২০২০২১