আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬
নিজস্ব প্রতিবেদক।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৪৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১২৭ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।