দাবিকৃত টাকা না পেয়ে শাশুড়িকে গুলি, জামাই আটক

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে বাড়ি নির্মাণের জন্য দাবিকৃত টাকা না পেয়ে শাশুড়িকে গুলি করেছে লোকমান নামের এক যুবক। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন ওই নারী।

শুক্রবার সন্ধ্যায় বাসন থানাধীন ইসলামপুর এলাকায় এঘটনা ঘটে।

জামাই লোকমানকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।

আটককৃত লোকমান হোসেন (৩৬) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইসলামপুর হক মার্কেট এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) একেএম আহসান হাবীব জানান, বাসন থানাধীন ইসলামপুর হক মার্কেট এলাকার শ্বশুর দেলোয়ার হোসেনের কাছে লোকমান হোসেন কিছু দিন ধরে টাকা ও সম্পত্তির ভাগ দাবি করে আসছিলেন। সম্প্রতি লোকমান হোসেন একটি বাড়ি তৈরির কাজ শুরু করেন। এজন্য তিনি শ্বশুরের কাছে টাকা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে লোকমান ক্ষিপ্ত হন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লোকমান শ্বশুর বাড়িতে গিয়ে টাকা দাবি করে হুমকি দেন। এ সময় টাকা না দেওয়ায় লোকমান তাঁর শাশুড়িকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ তিন রাউন্ড গুলি, একটি বিদেশি অবৈধ পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার আহসান হাবীব।

ডিএন/সিএন/জেএএ/০৯:৩৫এএম/০৪০৭২০২০৪

Print Friendly, PDF & Email