শাহেদের অফিস থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।

উত্তরায় সাহেদের আরেকটি অফিস থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‌্যাব। অভিযান শেষে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. শাহেদকে ফের কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে।

বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে তাকে সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে রাখা হয়।

সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর শাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্লাটে অভিযান চালানো হয়। র‌্যাব শাহেদকে নিয়ে দুপুর ১২টা ২৬ মিনিটে ওই ভবনের ভেতরে প্রবেশ করে। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে ১২ টা ১৫ মিনিটে ওই ভবনে র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে নিয়ে ওই ভবন থেকে বের হয় র‌্যাব।

 
জানা যায়, সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, শাহেদকে নিয়ে দুপুর ৩ টায় র‌্যাব সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে গ্রেপ্তার, অভিযান ও শাহেদের প্রতারণা নিয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন র‌্যাবের মহাপরিচালক।

ডিএন/সিএন/জেএএ/৩:১পিএম/১৫৭২০২০১২

Print Friendly, PDF & Email