ডিএসসিসির ভাণ্ডার রক্ষক শফিকুলকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডার ও ক্রয় বিভাগের ভান্ডার রক্ষক শফিকুল ইসলামকে ওএসডি করা হয়েছে। এই কর্মচারীকে সংস্থাটির সচিব দপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মচারী হিসেবে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত একম অফিস আদেশে তাকে ওএসডি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, কোরবানি উপলক্ষে ডিএসসিসি ব্লিচিং পাউডার ক্রয় করে। কিন্তু সেখানে নিম্নমানের ব্লিচিং পাউডার সরবরাহ করেন ভান্ডার রক্ষক শফিকুল ইসলাম। এমনকি ব্লিচিং পাউডারের মিশানো হয় চকের গুঁড়ো। সূত্র মতে, এমন তথ্য জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়।

গত ১৬ মে মেয়রের দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এরই ধারাবাহিকতায় এই কর্মচারীকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে।

ডিএন/সিএন/জেএএ/৩:২৮পিএম/২৭৭২০২০১৬

Print Friendly, PDF & Email