পেঁয়াজের ঝাঁজ, ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি |
দেশের সব কিছু থেকে বর্তমান সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতারা।
রোববার পেয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে তারা এ কথা বলেন।
রোববার সকাল ১১ ঢাকা মধুর ক্যান্টিন থেকে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে রাজুভস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, এই সরকার অবৈধ হওয়ায় তারা পেয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের সব কিছু থেকে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
তারা বলেন, অবিলম্বে যদি পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসময় ঢাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তানভীর জেরা জুয়েল, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, সুজন ও জুয়েল এবং ছাত্রদল নেতা সাগর ও অলিউল্লাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email