৩ লাখ ৫০ টাকা আয় হলেই দিতে হবে কর

নিজস্ব প্রতিবেদক।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে।

ব্যক্তি শ্রেণির (পুরুষ) করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেটে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‍পুরুষ করদাতাদের করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বৃদ্ধি করে ৩ লাখ টাকা, মহিলা ও ৬৫ বয়সের বেশি ব্যক্তিদের করমুক্ত আয় সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করছি।

একই সঙ্গে সর্বনিম্ন কর হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশ এবং সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

Print Friendly, PDF & Email