ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
ভারতের ওয়ানডে দলে ৫ নতুন মুখ
দেশনিউজ.নেট: জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলে নতুন পাঁচ খেলোয়াড়কে নেয়া হয়েছে। বাদ দেয়া হয়েছে বিরাট কোহলিসহ বেশ কয়েজনকে। তরুণদের নিয়ে গঠিত দলে মহেন্দ্র সিং ধোনিকেই করা হয়েছে অধিনায়ক।
দলে সুযোগ পাওয়া নতুন পাচ খেলোয়াড় হচ্ছেন : ফয়েজ ফজল, করুন নাইর, জয়ন্ত যাদব, মনদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
আইপিএলে দারুণ খেললেও ইউসুফ পাঠান দলে ফিরতে পারেননি।
১০ থেকে ২২ জুন পর্যন্ত জিম্বাবুয়েতে তিনটি ওডিআই আর তিনটি টি২০ ম্যাচ খেলবে।
দল : ধোনি (অধিনায়ক), রাহুল, ফয়েজ, পান্ডে, নাইর, রাইডু, রিষি, অক্ষর, যাদব, কুলকানি। বুমরাহ, স্রান, মনদীপ, যাদব, উনাকাত, চাহল।