পাপুল কানেকশনে এবার গ্রেফতার কুয়েতের জনশক্তি কর্মকর্তা ও এমপি প্রার্থী

নিউজ ডেস্ক |

বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতে মানবপাচারের ঘটনায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণ, ভিসা বিক্রিসহ বিভিন্ন অভিযোগে কুয়েতের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। এর আওতায় সর্বশেষ দেশটির জনশক্তি কর্তৃপক্ষের এক কর্মকর্তা ও গত পার্লামেন্ট নির্বাচনের এক প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। এ খবর দিয়েছে আরবটাইমস অনলাইন।

কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ই জুন বাংলাদেশের সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে আটক হন। গত সপ্তাহে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৪শে জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সূত্রের বরাত দিয়ে আরবটাইমস জানায়, পাপুলকাণ্ডে চলমান তদন্তে উঠে এসেছে কুয়েতের আরো অনেক উচ্চ-পদস্থ কর্মকর্তার নাম। অপেক্ষা করছে আরো অনেক চমক।

এদিকে, পাপুলকে সহযোগিতার অভিযোগ উঠেছিল কুয়েতের দুই এমপির বিরুদ্ধে।

তবে সংসদ সদস্য হওয়ায় জিজ্ঞাসাবাদ থেকে দায়মুক্তি পেয়ে আসছিলেন তারা। গত ২৭শে জুন দেশটির পাবলিক প্রসিকিউটর সালাহ খুরশিদ ও সাদুন হাম্মাদ নামের ওই দুই এমপির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনেন। তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ তৈরি করতে সংসদের কাছে তাদের দায়মুক্তির (ইমিউনিটি) অধিকার প্রত্যাহারের আবেদন করে প্রসিকিউটরের কার্যালয়। স্থানীয় পত্রিকা আল-কাবাস গত বৃহস্পতিবার জানিয়েছে, ওই দুই এমপির ‘সংসদীয় ইমিউনিটি’ প্রত্যাহার করার আবেদন অনুমোদন করেছে কুয়েতের সংসদীয় বিচার বিষয়ক কমিটি।  

ডিএন/আইএন/বিএইচ/০৬ঃ৪০এএম/০৪০৭২০২০

Print Friendly, PDF & Email