ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা করোনায় আক্রান্ত

দেশনিউজ ডেস্ক।

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বিবিসি জানায়, ৫৪ বছর বয়সী ও’ব্রায়ান সেলফ আইসোলেশনে আছেন এবং ঘর থেকে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্পের সঙ্গে ও’ব্রায়ানের সর্বশেষ কখন দেখা হয়েছিল। 

তবে দুই সপ্তাহ আগে মিয়ামি সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তিনি।

এক সূত্রে জানা যায়, ও’ব্রায়ান এক সপ্তাহের জন্য তার অফিসের বাইরে ছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন।

বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন দেড় লাখের কাছাকাছি মানুষ।

ডিএন/এইচএন/জেএএ/১২:২২পিএম/২৭৭২০২০৩৩

Print Friendly, PDF & Email