উত্তপ্ত লেবানন, সাবেক সেনাদের ‘দখলে‘ পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশনিউজ ডেস্ক।

ভয়াবহ বিস্ফোরণের পর উত্তপ্ত হয়ে উঠছে লেবানন। বিরোধীরা প্রতিদিনই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এরই মধ্যে আবার লেবানিজ আর্মির অবসরপ্রাপ্ত কয়েক জন অফিসারের নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছে, শনিবার ধারাবাহিক বিক্ষোভের পর বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন।

বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রণালয়টি প্রায় ২০০ মানুষ ঘেরাও করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দখলের এই ঘটনা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভবনের সামনে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা সামি রামমাহ হ্যান্ডমাইকে বলেন, ‘বিপ্লবের অংশ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করছি। লেবাননের ভারাক্রান্ত সব মানুষ দুর্নীতির বিচার চায়।’

বিক্ষোভকারীদের আরেকটি দল লেবাননের অ্যাসোসিয়েশন ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করে।

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিস্ফোরণের ওই ঘটনায় ১৫৮ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।

সামি রামমাহ আরব দেশগুলোকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আরব লিগসহ সব মিত্র দেশগুলোকে আমাদের এই বিপ্লবকে লেবাননের সত্যিকারের প্রতিনিধি হিসেবে বিবেচনার আহ্বান জানাচ্ছি।’

ডিএন/সিএন/জেএএ/১০:২৭এএম/৯৮২০২০৩

Print Friendly, PDF & Email