আক্রান্তহীন নিউজিল্যান্ডের ১০০ দিন

দেশনিউজ ডেস্ক।

করোনাভাইসার মহামারি রুখে দেওয়ায় এখন পর্যন্ত বিশ্বের সফল দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড। অনেক দিন ধরে নতুন করে আক্রান্ত নেই। কমিউনিটি পর্যায়ে নতুন সংক্রমণহীন ১০০ দিন পার করেছে দেশটি।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটিতে এখনো ২৩ জন করোনারোগী রয়েছেন। তবে তারা দেশের অভ্যন্তরে আক্রান্ত হননি। সীমান্ত দিয়ে নিউজিল্যান্ডে প্রবেশের সময় তাদের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

একশোটি তিন দেশের অভ্যন্তরে নতুন সংক্রমণ না পাওয়াটাকে মাইলফলক হিসেবে দেখছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড।

“কমিউনিটি ট্রান্সমিশনে নতুন শনাক্ত ছাড়া আমরা ১০০ দিনে পদার্পণ করলাম। এটা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।”

“আমরা দেখছি, অন্যান্য দেশে কিভাবে দ্রুত ভাইরাসটির পুনরায় সংক্রমণ ঘটছে। এমনসব জায়গায়ও ছড়িয়ে পড়ছে যেখানে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণে ছিল। নিউজিল্যান্ডে ভবিষ্যতে যাতে দ্রুত নতুন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি সে জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার।”

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই লকডাউনসহ নানা কঠিন পদক্ষেপ নেয় ৫০ লাখ জনগণের দেশ নিউজিল্যান্ড। ১৯ মার্চ থেকে সীমান্ত দিয়ে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেয় দেশটির সরকার। সফলভাবে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ দূর করতে পারায় নিউজিল্যান্ডের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

নিউজিল্যান্ডে প্রথম করোনারোগী শনাক্ত হয় ফেব্রুয়ারিতে। এরপর ১ মে পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২১৯ জন।

ডিএন/সিএন/জেএএ/১০:৪৩এএম/৯৮২০২০৪

Print Friendly, PDF & Email