উর্দু সাহিত্যের খ্যাতিমান কবি ড. রাহাত ইন্দোরির ইন্তেকাল

নিউজ ডেস্ক |

উর্দু সাহিত্যের খ্যাতিমান কবি, বলিউডের জনপ্রিয় গীতিকার ড. রাহাত ইন্দোরী গতকাল (মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মাত্র একদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে তিনি ইন্দোরের অরবিন্দ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস এ ভর্তি হন এবং গতকাল বিকেলে দুই দফা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। সমসাময়িক উর্দু সাহিত্যে তিনি অন্যতম সেরা কবি হিসেবে গন্য ছিলেন। ১৯৫০ সালের ১ জানুয়ারী তিনি মধ্য ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর নাম ছিল রাহাত কোরায়েশী হলেও রাহাত ইন্দোরী হিসেবেই অধিক পরিচিত ছিলেন। ভূপালের বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে উর্দু সাহিত্যে মাষ্টার্স করার পর ইন্দোরের ভোজ বিশ্ববিদ্যালয় থেকে “মুশায়রা”র উপর পিএইচডি করেন এবং দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত অর্ধ শতাব্দী যাবত তিনি উপমহাদেশে উর্দু মুশায়রার মধ্যমণি ছিলেন এবং পাশাপাশি বলিউডের বহু মুভির অন্যতম গীতিকার হিসেবে কাজ করেছেন। তিনি একজন সৌখিন চিত্রশিল্পীও ছিলেন।

রাহাত ইন্দোরীর বহু কবিতা ও গান মানুষের মুখে মুখে।

যেমন- “আখ মে পানি রাখখো, হোটো পে চিঙ্গারি,
জিন্দা রেহনা তো তরকিব বহুত সারি রাখখো।”

(চোখে অশ্রু রাখো, এবং ঠোঁটে স্ফুলিঙ্গ,
বেঁচে থাকতে চাইলে বাঁচার অনেক কৌশল জেনে রাখো)

“ম্যায় মর জাউঁ তো মেরি আলাগ পেহচান লিখ দেনা,
লহু সে মেরি পেশানি পে হিন্দুস্থান লিখ দেনা।”

(আমি মরে গেলে আমার পৃথক পরিচয় লিখে দিয়ো
আমার কপালে রক্ত দিয়ে লিখে দিয়ো ‘হিন্দুস্থানি’)

“সভি কা খুন শামিল হ্যায় ইস মিট্টি মে,
কিসি কে বাপ কে হিন্দুস্থান থোড়ি হ্যায়।”

(এই মাটিতে সবার রক্ত মিশে আছে,
হিন্দুস্থান কারো বাপের একার তো নয়)

“ইয়েহি ইমান লিখতে হ্যায়,
ইয়েহি ইমান পড়তে হ্যায়,
হামকো কুচ আউর মত পড়াও,
হাম কোরআন পড়তে হ্যায়।”

(এই ইমানের কথাই তো লিখি,
এই ইমানের কথাই তো পড়ি,
আমাদেরকে আর কিছু পড়িয়ো না
আমি তো কোরআন পড়ি)

“ফুলো কা দোকান খোলো, খুশবু কা বেপার করো,
ইশক খাতা হ্যায় তো, ইয়ে খাতা এক বার নেহি
সো বার করো।”

(ফুলের দোকান দাও, সুগন্ধির ব্যবসা করো,
প্রেম যদি অপরাধ হয়, এ অপরাধ এক বার নয়,
একশ’ বার করো)।

সূত্রঃ নিউইয়র্ক প্রবাসী প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু #Anwar_Hossein_Monju

ডিএন/বিএইচ/০৮ঃ৩০এএম/১২০৮২০২০-১

Print Friendly, PDF & Email