১৩৫ দিনের মধ্যে ফ্রান্সে সর্বোচ্চ আক্রান্ত

দেশনিউজ ডেস্ক।

গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৫ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটিই জানিয়েছে। যা মধ্য এপ্রিল তথা ১৩৫ দিনের মধ্যে সর্বোচ্চ। খবর আল জাজিরা ও এএফপির।

ফ্রান্সে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৫৮৭ জন। যদিও টেকনিক্যাল কারণে গেল ২৪ ঘণ্টায় কতজন মারা গেছে ও কতজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে সেটার হিসাব সংগ্রহ করতে পারেনি মন্ত্রণালয়।

তবে মঙ্গলবাদ দেশটিতে মারা গিয়েছিল ১৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ৩০ হাজার ৫৪৪ জন। মঙ্গলবার পর্যন্ত ৪ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি ছিল। তার মধ্যে ৪১০ জন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২৪ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৮ লাখ ২১ হাজার জন। এ পর্যন্ত সেরে উঠেছে ১ কোটি ৫৬ লাখ মানুষ।

ডিএন/সিএন/জেএএ/১০:১৫এএম/২৭৮২০২০৫

Print Friendly, PDF & Email