পেশাদার রাজনীতিবিদ নয়, ঈশ্বরে আস্থা রাখুন: ট্রাম্প

epa08630700 US President Donald J. Trump formally accepts the 2020 Republican presidential nomination during the closing night of the Republican National Convention, on the South Lawn of the White House, in Washington, DC, USA, 27 August 2020. Due to the coronavirus pandemic the Republican Party has moved to a televised format for its convention. EPA-EFE/Erin Scott / POOL

দেশনিউজ ডেস্ক।

যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মতো পেশাদার রাজনীতিবিদের প্রতি নয়, ঈশ্বরের ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলজাজিরা জানায়, বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির কনভেনশনের শেষদিনে এক জ্বালাময়ী ভাষণে এমনটা বলেন তিনি।

ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের জন্য ঈশ্বরের প্রতিনিধি মনে করে থাকেন। জুনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈশ্বর কর্তৃক তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত কী না। তার উত্তর ছিল, ‘আশা করি এটি সত্য।’ আগস্টেও তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি বলেন, ‘এটি তার মশকরা ছিল।’

কনভেনশনের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল।

শেষদিন ট্রাম্প সেই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। হোয়াইট হাউসের লনে বিশাল মঞ্চ তৈরি হয় তার জন্য।

মঞ্চে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থীকে আক্রমণ করে তিনি বলেন, ‘বাইডেন জিতলে আমেরিকা তার গৌরব হারাবে। দেশে অরাজকতা তৈরি হবে। অর্থনীতি বিপর্যস্ত হবে।’

বাইডেন এবং তার সহকারীদের মতো শত্রু আমেরিকা কখনো দেখেনি বলে দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পরিত্রাণের জন্য পেশাদার রাজনীতিবিদকে বেছে নিবেন না, সর্বশক্তিমান ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।’

বাইডেনকে ‘সমাজতন্ত্রের ট্রোজান হর্স ’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের ত্রাণকর্তা নন, তাকে যদি সুযোগ দেয়া হয় তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের ধ্বংসকারী হবেন।’

তিনি বলেন, ‘এই নির্বাচনেই ঠিক করে দেবে আমরা যুক্তরাষ্ট্রের স্বপ্ন সমুন্নত রাখতে চাই কী না, নাকি আমাদের লালিত ভাগ্যকে ধ্বংস করে দিতে একটি সমাজতান্ত্রিক এজেন্ডাকে সুযোগ করে দিব।’

নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান ট্রাম্প। ক্ষমতায় ফিরলে আমেরিকাকে এক ঐতিহাসিক স্তরে পৌঁছে দেবেন তিনি। মার্কিন অর্থনীতি সর্বোচ্চ স্তরে পৌঁছবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশ গুলি করায় উইসকনসিন অঙ্গরাজ্য নতুন করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ দেখা দেয়ায় ডেমোক্র্যাট পার্টিকে দায়ী করেন।

তার দাবি, উইসকনসিন, মিনিয়েপলিস, পোর্টল্যান্ড, শিকাগো, নিউইয়র্কসহ ডেমোক্র্যাট গভর্নরদের অধীনে রাজ্যগুলোতে বিক্ষোভের নামে সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী দলকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট

হারিকেন লরার প্রসঙ্গও উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন লরা আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া লুইজিয়ানা অঙ্গরাজ্য পরিদর্শনে যাবেন বলে তিনি জানান।

ডিএন/আইএন/জেএএ/৩:২৮পিএম/২৮৮২০২০১৬

 

Print Friendly, PDF & Email