প্রথম দিকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রি না থাকায় বেশিসংখ্যক পুলিশ আক্রান্ত হয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক।

প্রথম দিকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রির ব্যবস্থা না থাকায় বেশিসংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

শনিবার উত্তরার দিয়াবাড়িতে ডিএমপির আঞ্চলিক পুলিশ লাইন্সে ২শ শয্যা বিশিষ্ট ফোর্সেস ব্যারাক উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

পুলিশের আইজিপি বলেন, প্রথম দিকে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থানা থাকায় বেশিসংখ্যক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।এখন আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছি। আর প্রতি জেলায় ১ জন করে আক্রান্ত হলেই ৬৪ জন হয়ে যায়।এর সঙ্গে ডিএমপির অতিরিক্ত যোগ করলে ১শ’র কাছাকাছি চলে যায়। র‌্যাবেরটা যোগ করলে একশোর উপরে চলে যয়।

তিনি বলেন, করোনায় যেসব পুলিশ সদস্য মারা গেছেন তাদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে সচেতন ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।

মাদকের বিষয়ে তিনি বলেন, পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময়, তিনি নতুন ব্যারাক ঘুরে দেখেন।

ডিএন/পিএন/জেএএ

Print Friendly, PDF & Email