করোনায় মারা গেলেন আরেক সাংবাদিক

কক্সবাজার প্রতিনিধি।
এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪)।
আজ রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিনিয়র সাংবাদিক মোনায়েম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে। সর্বশেষ তিনি ইংরেজি দৈনিক ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল মোনায়েম খানের সঙ্গে থাকা তার সহধর্মিণীর ভাই জয়নাল আবেদীন জানান, কিছুদিন জ্বরে ভোগার পর গত ৩১ মে সাংবাদিক মোনায়েম ও তার সন্তান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ১ জুন রাতে মোনায়েমকে উখিয়া সারি আইসোলেসন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক মোনায়েম। দুপুর ২টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে নেওয়ার পরপরই মোনায়েম খানের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email