করোনায় আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক।
এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
সোমবার রাতে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ সোমবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

জয় বলেন, আপাতত এই হাসপাতালেই রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচএ নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী গণমাধ্যমকে জানান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন আহমদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীকে হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।
মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র । তিনি ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email