হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাওয়া ফৌজদারি অপরাধ – হাইকোর্ট

হাইকোর্ট - ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশে কোন রোগী যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যান, তাহলে সেটি ‘অবহেলাজনিত মৃত্যু’ হিসেবে গণ্য হবে এবং সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের হাইকোর্ট আজ সোমবার এই মর্মে এক গুরুত্বপূর্ণ রুল জারি করেছে।

এজন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হাসপাতালে যাবার পর কোন ব্যক্তির যদি ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটে, তাহলে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে দায়ের করা এক রিটের প্রেক্ষাপটে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আজ এই আদেশ দিয়েছে।

রিটের পক্ষের একজন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেছেন, আদালত দেশের স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছে।

“আদালত বলেছে, গুরুতর অসুস্থ রোগী চিকিৎসা না পেয়ে মারা গেলে তা ‘অবহেলাজনিত মৃত্যু’ বলে বিবেচিত হবে। অবহেলাজনিত মৃত্যু ফৌজদারি অপরাধ, তাই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।”

Print Friendly, PDF & Email