করোনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এমদাদুল হক।

মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন।

এমদাদুল হকের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

১৯৬৩ সালের এমদাদুল হক নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।

বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা এমদাদুল হক প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

এমদাদুল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সচিব রওনক মাহমুদ শোক প্রকাশ করেছেন।

ডিএন/সিএন/জেএএ/৪:১৫পিএম/১৪৭২০২০১৬

Print Friendly, PDF & Email