দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

নিউজ ডেস্ক।

কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, দশ জেলায় আরও অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানিয়েছেন, মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পাচ্ছে যা, সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে যমুনা নদীর পানির সমতল এখনো বৃদ্ধি পাচ্ছে, সোমবারের মধ্যে স্থিতিশীল হতে পারে। এ সময় বৃদ্ধি পেতে পারে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আর ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে।

এই অবস্থায় সোমবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর এবং নঁওগা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

পাউবো জানিয়েছে, বর্তমানে বন্যাপ্রবণ ১৮টি নদ-নদীর পানি ২৮টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কমায় বন্যা পরিস্থিতি সামগ্রীকভাবে উন্নতি না হলেও কিছু কিছু এলাকায় অবনতি হয়নি। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়লে আবারো অবনতি হতে পারে।

ডিএন/এফএন/জেএএ/৯:৪৫এএম/২৭৭২০২০৪

Print Friendly, PDF & Email