অন্যের টিকিটে ট্রেনে ভ্রমণ করলে ৩ মাসের দণ্ড

নিজস্ব প্রতিবেদক।

এখন থেকে অন্যের কেনা টিকিট কারও কাছে বিক্রি বা হস্তান্তর করলে তিন মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট কারও কাছে হস্তান্তর বা বিক্রয় করে তাহলে বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সেইসঙ্গে টিকিটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে বা ব্যবহার করার চেষ্টা করলে তাকে একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়া দিতে হবে। তাই অন‌্যের নামে কেনা টিকিটে ট্রেন ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে।

ডিএন/সিএন/জেএএ/৩:১৫পিএম/১৩৮২০২০১৭

Print Friendly, PDF & Email