জরুরি সফরে কাল ঢাকা আসছেন শ্রিংলা

দেশনিউজ ডেস্ক।

জরুরি সফরে ঢাকা আসছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। স্পেশাল ফ্লাইটে মঙ্গলবার দুপুরের আগে বাংলাদেশ পৌঁছানোর কথা তার। সেভাবেই দিল্লির তরফে ফ্লাইটের ক্লিয়ারেন্স চাওয়া এবং ঢাকার তরফে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে সফরটির তথ্য নিশ্চিত করেছে।

তবে এখনো ঢাকা বা দিল্লি কোনো পক্ষই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। করোনাকালে সাউথ ব্লকের শীর্ষ ওই প্রতিনিধির আচমকা বা ঝটিকা ঢাকা সফরের প্রস্তুতির খবরে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে পর্যবেক্ষক মহলে। সফরটি হলে তা নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ হবে।

ধারণা করা হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন প্রশ্নে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বার্তা বিনিময়ে আসছেন বাংলাদেশে সফলতার সঙ্গে হাই কমিশনারের দায়িত্বপালন করে যাওয়া শ্রিংলা।

গত জানুয়ারিতে বিদেশ সচিবের চেয়ারে বসা বাংলাদেশে বহুল পরিচিত মুখ বন্ধু স্থানীয় শ্রিংলা সচিব হিসাবে মার্চে প্রথম এবং শেষবারের মতো ঢাকা সফর করেন। সেটি একদিকে যেমন ছিল গুড উইল বা শুভেচ্ছা সফর তেমনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের টার্গেটও ছিল তার ভিজিটের অন্যতম দিক।

ডিএন/বিএন/জেএএ/১২:১০এএম/১৭৮২০২০২৬

Print Friendly, PDF & Email