হজে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬ জনকে জরিমানা

দেশনিউজ ডেস্ক।

পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষেধাজ্ঞা লংঘনের দায়ে ১৬ জনকে আটক ও প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল করে মোট ১ লাখ ৬০ হাজার রিয়াল জরিমানা করেছে সৌদি সরকার।

জননিরাপত্তায় নিয়োজিত সৌদি সরকারের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি সরকার হজের বিভিন্ন কাজ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে এবছর। পবিত্র মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানার বিধান ঠিক করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধের শাস্তি হবে দ্বিগুণ। আর সৌদি সরকার এই বিধির অনুমোদনও দিয়েছে।

এ বছরের হজে করোনা ঠেকাতে সব নাগরিক ও বাসিন্দাদের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। কেউ যেন বিধিনিষেধ ভঙ্গ করতে না পারেন কিংবা পবিত্র স্থানগুলোতে প্রবেশে বাধা তৈরি করতে সব রাস্তা ও প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকবেন নিরাপত্তা কর্মীরা।

পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্য বিধিগুলো কঠোরভাবে প্রয়োগ করেছে সরকার।

এছাড়াও সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে এবার নতুন বিধি হিসেবে হজযাত্রীদের পবিত্র স্থানগুলোতে প্রবেশের আগে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক।

ডিএন/এইচএন/জেএএ/১১:৪এএম/২৭৭২০২০৯

Print Friendly, PDF & Email