শিরোনাম :

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মেসির বাবার দুয়ারে ইউনাইটেড, দৌড়ে পিএসজিও

দেশনিউজ ডেস্ক।

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ায় এখন দলবদলের বাজারে। খুব স্বাভাবিকভাবেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর হুমড়ি খেয়ে পড়ার কথা। সংবাদমাধ্যমগুলোর মতে, মেসিকে কেনার দৌড়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাই বলে অন্য ক্লাবগুলোও বসে নেই। চেষ্টা করছে নিজেদের মতো করে। এবার সে তালিকায় বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

বার্সার সঙ্গে মেসির সুসম্পর্ক থাকতেও তাঁর ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উঠেছে। যদিও সেসব গুঞ্জনই থেকে গেছে। মেসি বার্সা ছাড়তে চাওয়ার পরও একবার ইউনাইটেডের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু ম্যানচেস্টারের ‘নীল’ শিবিরের দৌরাত্ম্যে তা চাপা পড়ে যায়। তবে ইউনাইটেড ঘিরে নতুন খবর জানিয়েছেন বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি। তাঁর টুইট, ‘মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

অর্থাৎ মেসিকে ঘিরে দলবদলের যে গুঞ্জন উঠেছে সেখানে যোগ দিয়েছে ইউনাইটেড। সুযোগটা তারাও নিতে চায়। মেসির রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো হলেও ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন তিনি। যেখানে তিনি উল্লেখ করেছেন কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টি নিষ্পত্তি করা হয়। ফিফার কাছে এ ছাড়পত্রের অনুমতি চাওয়ার মানে হলো, এ প্রক্রিয়ায় বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবেন।

এদিকে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কিন্তু মেসিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ‘কাতালুনিয়া রেডিও’ জানিয়েছে, শান্তি স্থাপনে মেসির সঙ্গে জরুরি বৈঠক করতে চান বার্সা সভাপতি। তবে শুধু ইউনাইটেড নয় পিএসজিও মেসিকে কেনার দৌড়ে নেমেছে বলে টুইটে জানিয়েছেন সংবাদকর্মীরা। এ নিয়ে ত্রানকেদি পালমেরির টুইট, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ পালমেরি এ নিয়ে আরেকটি টুইট করেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’

মেসিকে নিয়ে পিএসজির আগ্রহ প্রকাশের টুইটে ত্রানকেদি পালমেরি আর্জেন্টাইন সংবাদকর্মী ভেরোনিকা ব্রুনেত্তির বরাত দিয়েছেন। ব্রুনেত্তির টুইট, ‘সিটি (মেসির দলবদলে) এক প্রতিদ্বন্দ্বী পেয়েছে—ম্যানচেস্টার সিটি। উরুগুয়েতে ধারণা জন্মেছে মেসি ও সুয়ারেজের ভবিষ্যৎ এক সূত্রে গাঁথা হতে পারে। প্যারিসের ক্লাবটি দুজনের জন্যই প্রস্তাব দিতে আগ্রহী।’

মেসি বার্সা ছাড়ার কথা জানানোর আগেই ক্লাবটির নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়ে দেন, দলে লুইস সুয়ারেজের ভবিষ্যৎ নেই। অন্য ক্লাবের সঙ্গে সুয়ারেজ চাইলে যোগাযোগ করতে পারেন। এমনকি, দলের ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারের সঙ্গে বর্তমান চুক্তি বাতিলও করতে পারে বার্সেলোনা। বিষয়টি শুধু পিএসজি নয় সিটিও ভালো করেই জানে। মেসিকে দলে আনার চুক্তিতে সিটি যদি ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে অন্তর্ভুক্ত করে, তাহলে বার্সার স্ট্রাইকার সংক্রান্ত সমস্যারও সমাধান হয়। ইএসপিএন জানিয়েছে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায় ম্যানচেস্টার সিটি। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে শেষ দুই বছর খেলতে হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সেখানে একই মালিকানার ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে খেলার শর্ত নাকি দেওয়া হয়েছে।

কাতালান রেডিও ‘আরএসি১’ এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি এরই মধ্যে ম্যানচেস্টারে পা রেখেছেন। ছেলের সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলবেন ম্যানচেস্টার সিটির সঙ্গে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।

ডিএন/এফএন/জেএএ/১১:৪৫এএম/২৭৮২০২০১০