স্ট্রোকের রোগীদের সুখবর দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা

দেশনিউজ ডেস্ক।

বৃটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা স্ট্রোকের রোগীদের জন্য এক সুখবর বয়ে এনেছে। প্রতিষ্ঠানটির একটি পরীক্ষামূলক ওষুধ স্ট্রোকের রোগীদের পরপর দ্বিতীয়বার স্ট্রোকের ও মৃত্যুর ঝুঁকি কমায়। তাদের পরীক্ষামূলক ওষুধটির নাম ব্রিলিয়ান্টা।

বৃহস্পতিবার ব্রিলিয়ান্টার মানবদেহে পরীক্ষার তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ওই ওষুধটির পাশাপাশি গ্রহণ করলে প্রথমবার স্ট্রোকের ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার স্ট্রোক হওয়া বা মারা যাওয়ার ঝুঁকি কমায়। এ খবর দিয়েছে পিএমলাইভডটকম।
খবরে বলা হয়, রক্ত জমাট বাঁধার কারণে পূর্বে স্ট্রোক হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ব্রিলিয়ান্টা-অ্যাসপিরিন কম্বো দ্বিতীয়বার স্ট্রোক হওয়া বা মারা যাওয়ার ঝুঁকি ১৭ শতাংশ কমাতে পেরেছে। বিশেষ করে স্ট্রোক কমানোর ক্ষেত্রে বেশি সফলতা পাওয়া গেছে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের পরীক্ষায় ওষুধ দুটির কম্বো রোগীদের দ্বিতীয়বার স্ট্রোকের ঝুঁকি ২১ শতাংশ কমাতে পেরেছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২৭ লাখ মানুষ মস্তিষ্ক-সংশ্লিষ্ট স্ট্রোকে মারা যায়।।

ডিএন/এমএন/জেএএ/১০:৮পিএম/১৭৭২০২০২৩

Print Friendly, PDF & Email