টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, লোকজনকে সরে যেতে মাইকিং

চট্টগ্রাম প্রতিনিধ।

চট্টগ্রামে অব্যাহত ভারী বর্ষণে ভূমি ধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় এই মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি বসবাসকারীরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে যাতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে নিরাপদে অবস্থান গ্রহণ করতে পারে এজন্য নগরীর চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেলাধীন এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

স্থানীয় মসজিদগুলো থেকেও মাইকিং এর মাধ্যমে লোকজনকে নিরাপদ অবস্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হচ্ছে।

ডিএন/আরএন/জেএএ/১০:৩০এএম/২২৭২০২০৮

Print Friendly, PDF & Email