সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে: ড. আহমদ আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। একদিকে করোনাভাইরাসের দুর্যোগ অন্যদিকে বন্যার ক্ষয়ক্ষতিতে মানুষ প্রচণ্ড অভাবে আছে। দেশের বন্যা প্লাবিত জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতার চালাতে হবে। একই সাথে সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসাতে হবে।

আজ ১৩ আগস্ট সকাল থেকে মানিকগঞ্জ সিঙ্গাইরের গবিন্দল সদর, বায়রা, বলদরা ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর থানার পোটাইল ও বাড়ারিয়া ইউনিযনের কয়েকটি স্পটে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মানিকগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন খেলাফত মজলিস মহাসচিব

এ সময়ে কেন্দ্রীয় ‍ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা মহানগরী যুগ্ম সাধারণ সম্পাদাক তাওহীদুল ইসলাম তুহিন, মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাওলানা আবদুল কাদের, সিংগাইর পশ্চিম থানা সভাপতি মুফতি আবু বকর ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইসমাইল, সিংগাইর পূর্ব থানা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ সদর দক্ষিণ সভাপতি মাওলানা কাজী ফজলুল হক, সিঙ্গাইর পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি ডা: ডি এম ফরিদ, ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি জাকিরুল ইসলাম ও সেক্রেটারি ওমর ফারুক প্রমুখ।

খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, ওরাল স্যালাইন ইত্যাদি। ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগে খেলাফত মজলিস সিংগাইর পশ্চিম থানার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email