আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
নিউজ ডেস্ক : আপনার ফেসবুক ফিড কী নানা মানুষের নানা পোস্টে ভেসে যায়? গবেষকেরা বলছেন, কিছু মানুষের মস্তিষ্কই এমনভাবে তৈরি হয়ে গেছে যে, তাঁরা ফেসবুকে কোনো কিছু পোস্ট না দিয়ে থাকতে পারে না।
সকালের নাশতা থেকে শুরু করে, দুপুর ও রাতের খাবার, সম্পর্ক নিয়ে ঝামেলা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে ক্রমাগত পোস্ট দিতে থাকে কেউ কেউ। বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির গবেষকেরা মনে করেন, ফেসবুকে বেশি বেশি আপডেট দেওয়ার একটি সহজ কারণ তাঁরা খুঁজে পেয়েছেন।
গবেষণা প্রবন্ধের মূল লেখক ডার মেশি বলেন, যাঁরা ফেসবুকে পোস্ট না দিয়ে থাকতে পারেন না, তাঁদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ সক্রিয়তার কারণে এটি ঘটে। মস্তিষ্কের ওই অঞ্চলটি সামাজিক চেতনা ও পুরস্কার সংক্রান্ত প্রক্রিয়াকরণ বিষয়ের সঙ্গে যুক্ত।
গবেষক মেশি বলেন, ‘মানুষ নিজের সম্পর্কে তথ্য অন্যের সঙ্গে বিনিয়ম করতে ভালোবাসে। বর্তমান বিশ্বে মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে নিজের কথা প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলের নেটওয়ার্ক সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজের সম্পর্কিত তথ্য শেয়ার করার জন্য দায়ী।’
গবেষকেরা ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং বা এফএমআরআই ব্যবহার করে দেখেছেন মানুষ যখন নিজের সম্পর্কে তথ্য ফেসবুকে শেয়ার করে তখন মস্তিষ্কের মেডিয়াল প্রিফন্টাল করটেক্স ও নিউক্লিয়াস অ্যাকুমবেন্স অঞ্চলটি অধিক সক্রিয় হয়।
গবেষকেরা বলেন, অন্যর কাছে নিজেকে কার্যকর হিসেবে তুলে ধরতে বিশেষ করে নিজের তথ্য জানানোর বিষয়টি গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা হিসেবে ধরা হয়। এটি পেশাগত সাফল্য, রোমান্টিক আকর্ষণ, বন্ধু তৈরিতে কাজে আসে।
গবেষকেরা মস্তিষ্কে সরাসরি তথ্য তোলার পদ্ধতি উদ্ভাবন করার দাবিও করেছেন। সূত্র: টেলিগ্রাফ অনলাইন