কাজ হারিয়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ: আল জাজিরা

দেশনি্নিউজ ডেস্ক।

বাংলাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা মহামারী শুরুর পর থেকে হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে রাজধানী ঢাকা ছেড়েছেন। অনেকের জমানো টাকাও শেষ হয়ে গেছে। যার কারণে তারা এখন বাধ্য হয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছেন।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় এনজিও’র করা যৌথ জরিপ বলছে, করোনাভাইরাসের প্রভাবে সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১০ কোটি মানুষই আর্থিকভাবে হুমকিতে।
সরকার করোনার এই সংকট কাটাতে সব মিলিয়ে প্রায় ১২ বিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলা শুরু করলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

 
চাকরি হারিয়ে ঢাকা ছেড়ে চলে যাওয়া এমন দুই জনের সাক্ষাৎকারও নিয়েছে আল জাজিরা।

আরিফ আহমেদ।বাড়ি কুড়ি্গ্রাম।তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন।করোনার কারণে তিনি চাকরি হারিয়েছেন। তার কাছে জমানো যে টাকা ছিল তাও শেষ হয়ে গেছে। নিরুপায় হয়ে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছেন।

ফাতেমা খাতুনের স্বামীর রাজধানীতে একটি দোকান ছিল। কিন্তু করোনার কারণে দোকানের বেচা-কেনা বন্ধ হয়ে গেছে।যার কারণে ফাতেমাও তার স্বামীকে নিয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন।

আবার অনেকেই বেতন কমানোর শর্তে নিজেদের চাকরি বাঁচিয়ে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।

ডিএন/জেএএ

Print Friendly, PDF & Email