ভারত-বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি, লাগবে করোনা নেগেটিভ সনদ

দেশনিউজ ডেস্ক।

শুধু বৈধ পাসপোর্ট আর ভিসা থাকলেই বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করা যাবে না। বেনাপোল ইমিগ্রেশন দপ্তর জানিয়ে দিল, করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া দু’ দেশে অবাধ যাতায়াত করা যাবেনা এবং এই করোনা নেগেটিভ সার্টিফিকেট বাহাত্তর ঘণ্টার বেশি পুরোনো হলে চলবে না।

প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য হাজার হাজার বাংলাদেশি আসেন ভারতে। নিছক টুরিস্ট ভিসাতেও আসেন অনেকে। এবার থেকে সবাইকে টাটকা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ যাবেন তাদের জন্যেও। তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতিও নিতে হবে। বিশ্বজুড়ে করোনার প্রকোপে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এখন বন্ধ আছে।

ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে শর্তসাপেক্ষে দু’ দেশের মধ্যে পর্যটকদের যাতায়াত শুরু হবে। ডিএন/সিএন/জেএএ/৫:২০পিএম/১৫৮২০২০২০

Print Friendly, PDF & Email