নদ-নদীর পানি বেড়েছে ৫৬ পয়েন্টে

নিউজ ডেস্ক।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৬টি স্টেশনে নদ-নদীর পানি সমতল বৃদ্ধি এবং ৩৯টি স্টেশনে হ্রাস পেয়েছে।

এছাড়া ৬টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে, ৩টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ৩টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া অধিপ্ততরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে এসব অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে যশোরে ৬৮ মিলিমিটার, চট্টগ্রামে ৬১ মিলিমিটার, সাতক্ষীরায় ৫৬ মিলিমিটার এবং নারায়ণহাটে ৫২ মিলিমিটার।

ডিএন/আরএন/জেএএ/২:৫৫পিএম/২২৮২০২০১৯

Print Friendly, PDF & Email