ট্রেনে চাদর, কম্বল ও বালিশ পাচ্ছেন না রাতের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক।

ট্রেনের রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য আগে দেওয়া হতো বিছানার চাদর, কম্বল ও বালিশ। এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলপথ মন্ত্রণালয়।

আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রেল উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবিরের সই করা  মঙ্গলবারের নির্দেশনার এ বিষয়ক সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার পাশাপাশি কোভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধেরর কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত নিয়ে গত মঙ্গলবার নির্দেশনা জারি করে রেলপথ মন্ত্রণালয়।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে, যা গত কিছু দিন বন্ধ ছিল।

নির্দেশনায় আরও বলা হয়, যাত্রার পাঁচ দিন আগে থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর থেকে ১০ দিন আগে থেকে টিকেট বিক্রি করা হবে। এ ছাড়া ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, চিপস-বিস্কুটসহ প্যাকেটজাত খাবার সরবরাহ শুরু হবে।

ডিএন/টিএন/জেএএ/১০:১০পিএম/২৬৮২০২০২৮

Print Friendly, PDF & Email