চীনে তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষার অনুমোদন1

নিজস্ব প্রতিবেদক।

চীনের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আজ রোববার বিএমআরসি পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 বিএমআরসি সূত্র বলছে, বাংলাদেশে চীনের তৈরি করা ভ্যাকসিনের পরীক্ষা করার জন্য অনুমতি চেয়েছিল দেশটি। চীনের একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের জন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বিএমআরসি। প্রাথমিকভাবে দেশের সরকারি আটটি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর তা প্রয়োগ করা হবে বলে সূত্র জানিয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে চীনের ভ্যাকসিনের পরীক্ষা চালানোর তথ্য জানিয়েছিলেন। তিনি এও বলেছিলেন এই পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে দেশে এই ভ্যাকসিনের উৎপাদনও হতে পারে।

Bottom of Form

ডিএন/সিএন/জেএএ/৩:৫৪পিএম/১৯৭২০২০১৬

Print Friendly, PDF & Email