সাহাবউদ্দিন মেডিকেলকে কেন অনুমতি দেয়া হয়েছে, অধিদফতরকে মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক।

লাইসেন্স নবায়ন ও সরেজমিনে পরিদর্শন ছাড়া সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার অনুমতি কেন দেয়া হয়েছে- তার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ করা হয়েছে তার তালিকাও জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে যেসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি সেসব প্রতিষ্ঠানেরও তালিকা চাওয়া হয়েছে ওই চিঠিতে।

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান এবং কোভিড-১৯ সেবায় অনিয়ম, অবহেলা ও প্রতারণা অভিযোগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালকের দফতরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রাজধানীর গুলশানে বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ জুলাই র‌্যাবের পরিচালিত অভিযানে অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা এবং পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে

ডিএন/সিএন/জেএএ/১০:৩৮পিএম/২২৭২০২০৩৩

Print Friendly, PDF & Email