রশিতে বেঁধে নির্যাতন: সেই মা-মেয়ের জামিন

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির সন্দেহে দুই মেয়ে, এক ছেলে ও মাসহ ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের শিকারদের জামিন দিয়েছেন আদালত।

 সেইসঙ্গে ঘটনা তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বতঃপ্রণোদিত হয়ে এ জামিন আদেশ প্রদান করেন।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম জানান, সোমবার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে নির্যাতনের শিকার হয়ে ভাইরাল হওয়ার ঘটনায় জনস্বার্থে একটি আদেশ প্রদান করেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে তাকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

আদালতে ভুক্তভোগী মা-মেয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আরিফ। তিনি জানান, আজ  দুপুরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়ে রোজিনা আক্তার, সেলিনা আক্তার ও মা পারভীন আক্তারকে হাজির করা হলে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে একই পরিবারের চারজনকে রশিতে বেঁধে নির্যাতনের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যান। এ নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার হওয়াদের বিরুদ্ধে মাহমুদুল হক নামের এক স্থানীয় বাদী হয়ে গরু চুরির অভিযোগে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার আবুল কালামের স্ত্রী পারভিন আক্তার, তার মেয়ে সেলিনা আক্তার, রোজিনা আক্তার, ছেলে আরমান ও পেকুয়া উপজেলার ছুট্টু নামের একজনকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ডিএন/সিএন/জেএএ/৩:৪৩পিএম/২৪৮২০২০১৬

Print Friendly, PDF & Email