ইবিতে ‘শ্রম অধিকার’ শীর্ষক পিএইচডি সেমিনার


ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শ্রম অধিকার’ বাস্তবায়নে ‘শ্রম আদালতের ভূমিকা’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৪ নভেম্বর) মীর মোশাররফ হোসেন ভবনে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে দেশের বর্তমান শ্রমিককদের অধিকারসমূহ লঙ্গনের কারনসমূহ উল্লেখ করা হয়। সেইসাথে তা বাস্তায়নে করণীয় দিকসমূহ আলোকপাত করা হয় এবং এই সম্পর্কে শ্রম আদালতের  ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সেখানে শ্রম অধিকার বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন।
তিনি তার গবেষণা আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামের তত্ত্বাবধায়নে সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের জেষ্ঠ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সহাকারী অধ্যাপক আব্দুল করিম, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মু. জাকারিয়া মজুমদার, সহকারী অধ্যাপক আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
সেমিনারে সভাপতিত্ব করেন আইন বিভাগের অধ্যাপক ড.নুরুন নাহার।

Print Friendly, PDF & Email