ফেনীতে লন্ডন প্রবাসী বিএনপি নেতার বাড়ীতে সন্ত্রাসী হামলা : যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত ৬ মে ফেনীর দাগনভূঞা থানার রঘুনাথপুরে যুক্তরাজ্য প্রবাসী এক বিএনপি নেতার বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইস্ট লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন সানীর বাবা এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হেডমাস্টার জয়নাল আবদীনসহ তার ৩ ভাই আহত হন।

সূত্রমতে, আক্রমণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তারাবীহর নামাজ চলাকালে প্রথমে ঐ নেতার বাড়ীতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর বাড়ীর পার্শ্বের মসজিদ ঘেরাও করে সেখানে অন্যান্য মুসল্লীসহ তার পরিবারের সদস্যদের ‍উপর আক্রমণ চালায়। এই সময়ে বেশ কয়েকজন জখম হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনায় জড়িত ছিল এলাকারই বেশ কিছু ঊশৃঙ্খল যুবক। উক্ত ঘটনার সাথে জড়িতদের এলাকাবাসী চিহ্নিত করতে পেরেছেন। তবে এখনও অভিযুক্তদের বিরুদ্ধে থানায় কোন মামলা দেয়া হয়নি।

এদিকে নাসিরুদ্দিন সানির পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম করিম চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বাদল, সহ-সভাপতি হাজী মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক এস এম লিটন, সহ সাধারন সম্পাদক মো একলিমুর রাজা চৌধুরী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ফেনী জেলা বিএনপি’র সদস্য-সচিব আলাউদ্দিন আলাল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা যুবদলের সভাপতি নাসির আহমেদ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামউদ্দিন নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক দীপু নাসির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইমুল্লা চৌধুরি বরাত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, ঢাকা শাহআলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ, ফেনী ফাউন্ডেশন এইডের পরিচালক সৈয়দ আকরাম, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার ও বর্তমান চেয়ারম্যান নুর নবী প্রমুখ।

উল্লেখ্য, বিগত কিছুদিন পূর্বেও স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ উক্ত নেতার বাড়ি ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

Print Friendly, PDF & Email