কেন্দ্রীয় ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগই ভালোঃ অর্থমন্ত্রী

Muhit-3নিজস্ব প্রতিবেদক : চুক্তিভিত্তিক নিয়োগ ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কেন্দ্রীয় ব্যাংকে চুক্তি ভিত্তিক নিয়োগের পরিমাণ বাড়ছে সাংবাদিকদের এমন প্রশ্নেরর জবাবে সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে গভর্নর, ডেপুটি গভর্নর সব সময়ই চুক্তিতে নিয়োগ দেয়া হয়। এটাই ভালো।’
ভূটানের স্পিকার জিগমে ঝাংপো নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নরের শূন্য পদের কী হবে জানতে চাইলে মুহিত বলেন, ‘এটা তেমন কিছু নয়। তাদের নিয়োগ দেয়া হবে।’

‘নতুন ডিজি নিয়োগ দেয়া হবে, না চুক্তিভিত্তিক আগেরদের আনা হবে?’ এমন প্রশ্নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জনপ্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। তবে পুরনোদের মেয়াদ না বাড়ালে সমস্যা হয়। নতুন খুঁজতে সময় লাগে। আর এখানে গভর্নর, ডেপুটি গভর্নর সব সময়ই চুক্তিতে নিয়োগ দেয়া হয়। এটাই ভালো।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের মধ্যে তিনজনের (এস কে সুর চৌধুরী, আবু হেনা মো. রাজী হাসান ও নাজনীন সুলতানা) চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২১ জানুয়ারি শেষ হয়েছে। তাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।

‘যোগ্য নতুন লোক কি পাওয়া যায় না?’ এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আছে। কিন্তু প্রক্রিয়াটা দীর্ঘ। সময় লাগে।’
ভুটান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুহিত বলেন, ‘তারা দেখা করতে এসেছিলেন। তারা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। এ বিষয়ে কথা হয়েছে।’

Print Friendly, PDF & Email