• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আয়কর দাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ রাজস্ব আয় বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আয়কর দাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ সালের বাজেট পেশ করার সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, “দেশে মধ্যম আয়ের মানুষের সংখ্যা চার কোটি। কিন্তু, ট্যাক্স দেয় সাকুল্যে ২১-২২ লাখ মানুষ। দ্রুত সময়ের মধ্যে আমরা এই সংখ্যাকে এক কোটিতে উন্নীত করব।”

নিজের প্রথম বাজেট উত্থাপনকালে মন্ত্রী বলেন, যারা কর দিয়ে আসছেন, প্রতি বছর তারাই কর দিয়ে যাবেন রাজস্বখাতে এটা একটা থা হয়ে গেছে। কিন্তু, অনেকেই করযোগ্য আয় থাকা সত্বেও আয়কর এড়িয়ে যান।

সরকার এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email