আইএমএফের কাছে জরুরি অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে টালমাটাল অবস্থার মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতি। এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৭০ কোটি মার্কিন ডলার জরুরি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৯১১ কোটি টাকা। শুক্রবার নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফের প্রতিনিধি র‌্যাগনার গুডমান্ডসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি সহায়তা চেয়েছে। এই জরুরি সহায়তা মানে হলো- করোনাভাইরাস পরিস্থিতিতে দেশটির অর্থনীতি সচল রাখা, সামাজিক স্থিতিশীলতা ধরে রাখা এবং মানুষের দুর্ভোগ লাঘব করা। সংস্থাটির কর্মকর্তারা সহায়তার বিষয়টি পর্যালোচলা করে দেখছেন বলে জানা গেছে।

এতে আরো বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার কোটি ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি ফজলে ফাহিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, বেকারত্ব হ্রাস করা ও তারল্য বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এফবিসিসিআই ফান্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। যাতে ঋণ না পাওয়া ছোট কোম্পানিগুলোও এই প্রণোদনা পায়।

Print Friendly, PDF & Email